মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ১৫ জুলাই ২০২১ ইং তারিখ রাত ০৮:৩০ ঘটিকা হইতে ১১:৫৫ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন বলিতিতা ইসলামপুর ও লালপুর বাজারস্থ বিভিন্ন গুড় তৈরীর কারখানা ও বেকারী কারখানায় কোম্পানী কমান্ডার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লালপুর, শাম্মী আক্তার এর সহিত অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভেজাল গুড়- ১২৪৮০ কেজি, চিনি শিরা-১৫০ কেজি, ফ্লেভার- ০২ কেজি, হাইড্রোজ-০৬ কেজি, ডিটারজেন্ট-৪.৫ কেজি, ডালডা-৩ কেজি, বিস্কুট-১২০ কেজি, মশলার গুড়া-১ কেজি, ভেজাল রং-৪ কেজি, সোডা-১ কেজি, ময়দা- ৭৪ কেজি, চিনি- ২২০০ কেজিসহ আসামী ১। মোঃ সেলিম হোসেন ভুট্টু (৪০) (গুড় ব্যবসায়ী), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, ২। মোঃ রাকিব হাসান, পিতা- মোঃ ইছার উদ্দিন, উভয় সাং- বালিতিতা ইসলামপুর, ৩। মোঃ মতিউর রহমান (৫৫) (নিউ পারফেক্ট ফুড এন্ড বেকারী), পিতা- মোঃ মজিবুর, সাং- বিলমারিয়া, ৪। মোঃ রাশেদ (৩৫) (হাসিনা বেকারী), পিতা – মোঃ সোবাহান মজুমদার, সাং- দক্ষিণ লালপুর, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোরদেরকে আটক করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), লালপুর, শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত আটককৃত ০১ নং আসামীকে ২০০০০/-(বিশ হজার) টাকা জরিমানা, ০২ নং আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩। নিউ পারফেক্ট ফুড এন্ড বেকারীকে ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং ৪। হাসিনা বেকারীকে ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ধৃত ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন, ভেজাল মুক্ত সমাজ গড়ুন।