বিশেষ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সংবাদিক ফোরামের বাংলাদেশ কার্যনির্বাহী সদস্য মোঃ ইউসুফ রুবেল উপর গত ১৫/৬/২০২১ ইং রাত ১১ টার সময় মাদক কারবারি দেলদুয়ার হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী তার ইউসুফ রুবেলের নিজ বসত বাড়ি থেকে হত্যা উদ্দেশ্যে তুলে নিয়ে মুমূর্ষ অবস্থা মৃত নিশ্চিত ভেবে তাকে জঙ্গলের মধ্যে পেলে দিয়ে চলে যায় তার পরিবারের সদস্যরা ৯৯৯ জরুরি সেবায় কল দিলে সেখান থেকে চকরিয়া থানার ওসি সাকের মোহাম্মদ জুবায়ের কে জানানু হয় তখন ওসি হারবাং পুলিশ পার্টির এস আই মুর্শেদ কে কর দিয়ে ইউসুফ রুবেল কে উদ্ধারের নির্দেশ দেন তখন এস আই মুর্শেদ ইউসুফ রুবেলের এলাকায় কর দিয়ে এলাকাবাসী কে খোঁজার চেষ্টা করতে বললেন এলাকাবাসী তখন এস আই মুর্শেদ আসার আগে এলাকাবাসী ইউসুফ রুবেল কে খোঁজার জন্য চেষ্টা করলে এক পর্যায়ে তাকে গহিন জঙ্গলে দেখতে পায় সেখান থেকে এস আই মুর্শেদ ও তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনা এস্ত্রানে গিয়ে পুলিশের গাড়িতে করে তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে দেখতে চোটে জায় দুই বাংলার সাংবাদিক ফোরাম ও আন্তর্জাতিক সংবাদিক ফোরাম হোয়াইটওয়াশ গ্রুপে সদস্য বিন্দু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয় সেখানে সাত দিন চিকিৎসা করে শারীরিক অবস্থার উন্নতি হলে সে হাসপাতাল থেকে বাহির হইয়ে কক্সবাজার এক সাংবাদিককের বাসায় আশ্রয় দিতে হয় এঘটনায় চকরিয়া থানায় তার মা দিলুয়ারা বেগম একটি লিখিত এজাহার দায়ের করেন ও বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেল ও আন্তর্জাতিক সংবাদিক ফোরাম লন্ডন ও বিভিন্ন সাংবাদিক সংস্থা প্রতিবাদ জানালেও বিগত এক মাস পার হয়ে গেলেও তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি এখন এঘটনায় চকরিয়া থানায় তার মাতা দায়ের করা এজাহার টি মামলা হিসেবে এন্টি করা হয় নি ও আসামি রা স্বাধীন ভাবে চলাফেরা করতে ছে এই নিয়ে ইউসুফ রুবেল জীবন রক্ষা তে সে পালিয়ে বেড়াচ্ছে
এবিষয়ে আন্তর্জাতিক সংবাদিক ফোরাম লন্ডনের সভাপতি আনুয়ার হোসেন চকরিয়া থানার ওসি কক্সবাজার জেলা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী কাছে মাদক কারবারি দেলদুয়ার হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী দের বিরুদ্ধে মামলা এজাহার করে দুরত্ব গ্রেপ্তারের জন্য অনুরোধ জানিয়েছেন