

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
পটিয়া উপজেলা ও পৌরসভা পূজা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী সেপ্টেম্বর মাসে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
এতে মাষ্টার শ্যামল কান্তি দে’কে চেয়ারম্যান, বাবু ঝুলন দত্ত’কে সদস্য সচিব ও অধ্যাপক যদু রঞ্জন চৌধুরীকে যুগ্নসচিব মনোনীত করা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি বাবু ঋষি বিশ্বাসের সভাপতিত্বে পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা পূজা পরিষদের সভাপতি বাবু জিতেন কান্তি গুহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু তাপস দে, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ দাশ, সাধারণ সম্পাদক প্রনব দাশ সহ উপজেলা ও পৌরসভা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। সভায় বিশ্বশান্তি প্রতিষ্ঠায় করোনা মহামারি থেকে মুক্ত হতে মায়ের আর্শীবাদ প্রার্থনা করে যারা ইতিমধ্যে মৃত্যু বরণ করেন তাঁদের আত্নার চিরশান্তি কামনা করা হয়।
সভায় সকলের ঐকান্তিক সহযোগিতায় একটি সুন্দর সম্মেলন উপহার দিয়ে নুতন প্রজন্মের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।