

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের উদ্দেগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করছে। কারামুক্তি দিবস উপলক্ষে ১৬ জুলাই শুক্রবার সন্ধায় পটিয়া বাসস্ট্যান্ড অস্থায়ী কার্য়লয়ে এক আলোচনা সভা পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজুর পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, বিশেষ অতিথি ছিলেন
পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি ও সাবেক কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম, কোলাগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, উপজেলা শ্রমিকলীগ সহ- সভাপতি মহিউদ্দিন, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সহ -সভাপতি শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক এম এ হাসান বাপ্পি, আইন বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কাইছার, বাসেক, রিয়াদ, রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করে জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভা শাখা। জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরীর নির্দেশে এ কর্মসূচি পালন করেন বলে জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ জানান। সুএে জানাযায়, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কারাগারের থাকা অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা।