মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই ২০২১ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ এলাকায় অপারেশন পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ৪০ কেজি গাঁজা, ০১টি প্রাইভেট কার, ০৩ টি ভ্রমন ব্যাগ, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ সেট গাড়ীর কাগজপত্র, ০৩ টি মোবাইল, ০৪ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড, নগদ= ২,৮০০/- টাকা সহ আসামী ১। আল আমিন (২১), পিতা-মোঃ মনির, মাতা-মোছাঃ নারগিস আক্তার, এ/পি সাং-কল্পবাস, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লা, স্থায়ী ঠিকানা-সাং-দুলালপুর, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ রাব্বি হাসান (২১), পিতা-মোঃ রাজন, মাতা-মোছাঃ নাসিমা বেগম, এ/পি সাং-দক্ষিণ সানারপাড়া (০২ নং গলি), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, স্থায়ী ঠিকানা-সাং-দরজারপাড়, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, ৩। (ড্রাইভার) মোঃ আব্দুস সবুর আলী (৪১), পিতা-মৃতঃ আজিজার রহমান, সাং-বাগমার(গগনপুর), থানা-পত্নীতলা, জেলা-নওগাঁদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীএয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব- কে তথ্য দিয়ে সহায়তা করুন,মাদক-মুক্ত সমাজ গড়ুন।