এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
১৭ জুলাই ২০২১ শনিবার যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, (তোতা), ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ছিলেন, কিছুদিন যাবত। এ ছাড়া তার মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল।
আজ বাদ জোহর যশোর শহরের খয়ের তলা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। পারিবারিক সূত্রে আরোও জানা গেছে, সাংবাদিক মোঃ মিজানুর রহমান (তোতা), দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন। এর মধ্যে ১ টানা ৩৫ বছর তিনি কাজ করেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকাতে। যশোর সংবাদপত্র জগতে বিচরণ করে অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ১ বার, প্রেসক্লাব যশোরের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩ বার। তিনি ১৯৭৭ সাল থেকে ছড়া, কবিতা, সংবাদ লেখালেখি শুরু করেন। ১৯৭৮ সালে দৈনিক গণ কণ্ঠের রিপোর্টার, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার, ১৯৭৯ সালে দৈনিক স্ফুলিঙ্গের স্টাফ রিপোর্টার, পরবর্তীতে দৈনিক স্ফুলিঙ্গের নিউজ এডিটর, দৈনিক ঠিকানার এক্সিকিউটিভ এডিটর, দৈনিক আজাদের স্টাফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি, সাপ্তাহিক পূর্ণিমায় খণ্ডকালীন লেখালেখি, তারপর থেকেই দৈনিক ইনকিলাবে ৩৫ বছর ধরে লেখালেখি করছেন। সাংবাদিক মোঃ মিজানুর রহমান তোতার, মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব যশোরের সভাপতি মোঃ জাহিদ হাসান টুকুন, ও সম্পাদক মোঃ আহসান কবীর। সেই সাথে “রূপদিয়া প্রেসক্লাবের” পক্ষ থেকে সভাপতি ও মাদার ল্যান্ড সম্পাদক, এ ছাড়াও “বসুন্দিয়া প্রেসক্লাবের” প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ বাবুল আক্তার, বসুন্দিয়া প্রেসক্লাবের সেক্রেটারি ডাঃ এম এ গণি খাঁন, বসুন্দিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক “নতুনখবর” অনলাইন পত্রিকার যশোর ব্যুরো চীফঃ এস এম খলিলুর রহমান, এক বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান।