এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় প্রধানঃ
১৭ জুলাই ২০২১ শনিবার যশোর বাঘারপাড়া উপজেলায় ভোর ৫ টার দিকে দরাজহাট নামক এলাকায় জিয়াউর রহমানের নিজ বাড়িতে অভিযান চালান যশোর র্যাব-৬। অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৪৫), নামের এক যুবককে আটক করেন, যশোর র্যাব-৬ সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান, ওই এলাকার মৃত মোঃ মোল্লার ছেলে বলে জানা যায়।
১৭ জুলাই শনিবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জিয়াউর রহমানের, বাড়িতে বিপুল পরিমাণে মাদক আছে। এ সময় যশোর র্যাব-৬ ক্যাম্পের দায়িত্বরত স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে ১ টি চৌকস দল জিয়াউর রহমানের, বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল স্কেল সহ হাতেনাতে তাকে আটক করা হয়।
যশোর র্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাসনাত খান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটক জিয়াউর রহমান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। আজ দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।