
শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫ শত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নগদ টাকা ও ঈদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত আলী ফকির।
আজ শনিবার বেলা ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে মুলাইদ এলাকার রাজ্জাক প্লাজার সামনে তেলিহাটির বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক অসহায় মানুষকে তিনি ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা প্রদান করেছেন।
এসময় তিনি ৩ শত মানুষকে নগদ ৫০০ টাকা করে ও ২ শত মানুষকে উন্নত মানের পোলাওয়ের চাল ডাল, সেমাই চিনি ইত্যাদি উপহার দেন। তিনি মহামারির এসময়ে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার অনুরোধ ও পরামর্শ প্রদান করেন। এসময় তিনি সবাইকে হ্যান্ড স্যানিটাইজার উপহার ও মাস্ক পরিধান করিয়ে দেন।

Reporter Name 

















