সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথকভাবে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবক’কে গ্রেপ্তার করেছে। ১৭ জুলাই শনিবার
জেলা কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক হাটহাজারী থানাধীন সকলকে তাদের আসামীর নিজ দখলীয় বসতঘরে সকালে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন এবং সন্ধ্যায় ৪০ পিস ইয়াবাসহ একজন জন ও রাতে ১১০ পিস ইয়াবাসহ অপর একজনসহ তিন যুবককে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম গোপন সংবাদলর ভিক্তিতে হাটহাজারী থানাধীন জোবরা নুরু মেম্বারের বাড়িতে সকালে অভিযানে মোঃ সাঈদ (২০)) ৫০ পিস ইয়াবাসহ এবং সন্ধ্যায় জোবরা নিতা গাজীর বাড়িতে অভিযানে ৪০ পিস ইয়াবাসও রাত প্রায় সাড়ে ৮ টার দিকে দেওয়ান নগর, রঙ্গীপাড়া শাস্ত্রীর বাপের বাড়িতে অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মোঃ সুমন (২২) আসামী মোঃ নাছির (৪০) কে আসামীর নিজ দখলীয় বসতবাড়ীতে অভিযানে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছল। মাদক পাচারকারী দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে বিপদগামী করছে। আসামী-(১) মোঃ নাছির (৪০)(গ্রেফতার), পিতাঃ মৃত আব্দুল হক, মাতাঃ মাসুদা খাতুন, সাং- জোবরা, তেভাগা খামারের দক্ষিণ পার্শ্বে, নিতাই গাজীর বাড়ি, ০২ নং ওয়ার্ড, ফতেপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম। তাকে সন্ধ্যা প্রায় ০৬ঃ১০ ঘটিকায় অভিযানে নিজ বসতবাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়।
আসামী-(২) মোঃ সাঈদ (১৯)(গ্রেফতার), পিতাঃ মোঃ নাছির উদ্দিন, মাতাঃ মানু অাক্তার, সাং- জোবরা, জনগন পাড়া, নুরু মেম্বারের বাড়ি, ০৩ নং ওয়ার্ড, ফতেপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম। তাকে সকাল প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় অভিযানে নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়।
আসামী-(৩) মোঃ সুমন (২২)(গ্রেফতার), পিতাঃ মোঃ ইউনুছ, মাতাঃ রিজিয়া বেগম, সাং- পশ্চিম দেওয়ান নগর, রঙ্গি পাড়া, শাস্ত্রী বাপের বাড়ি, ০২ নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম। তাকে রাত প্রায় ০৮ঃ০০ ঘটিকায় নিজ বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়।