
নিজস্ব প্রতিবেদক গাজীপুরঃ
ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ,ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধাদ্বন্দ্ব।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ৮ নং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রাজাবাড়ি ইউনিয়ন ও দেশবাসী সকলকেই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মোঃ ফারুক হোসেন বলেন,ঈদুল আযহা’র মুসলিম জাতির জন্য আনন্দের,তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন ঈদুল আযহা’র ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।ঈদুল আযহা ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোদ ও ভালোবাসার শিক্ষা দেয়।আমরা যেন প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি।প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা রাখেন এবং গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ( এমপি) মহোদয়ের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন। মোঃ ফারুক হোসেন আরো বলেন,পরম করুনাময় আল্লাহ’তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি,দুঃখ-জরা,সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক একই ভাবে করোনা সংকট জয় করবে।দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রতি সহায় হউন।পরিশেষে তিনি সকলকেই উদ্দেশ্য করে বলেন করোনার দ্বিতীয় ঢেউয়ের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,জনসমাগম এড়িয়ে চলুন এবং মাস্ক ব্যবহার করুন। সকলের সুস্বাস্থ্য এ মঙ্গল কামনা করছি।সকলকেই জানাই ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Reporter Name 























