শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে চাহিদামত টাকা না দেওয়ায় কারখানার ওয়েষ্টিজ ব্যবসায়ী সজল মাহমুদদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ৮টার সময় উপজেলার মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাসিন স্যুয়েটার কারখানার পূর্ব পাশে সোহাগের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ছেলে ওয়েষ্টিজ ব্যবসায়ী সজল মাহমুদ বাদী হয়ে শনিবার রাতে ৩জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলো একই এলাকার আলতাব হোসেনের ছেলে সাকিব মিয়া (২৫), সমুন মিয়া (২৮) ও মৃত সোবহান ডিলারের ছেলে আলতাব হোসেন (৫৫)। সাকিব এলাকার বিভিন্ন চুরি,ছিন্তাই একাধিক মামলার আসামী।
শ্রীপুর থানার অভিযোগ ও ওয়েষ্টিজ ব্যবসায়ী সজল মাহমুদ জানান আমি র্দীঘ দিন ধরে মুলাইদ এলাকার আশপাশের বিভিন্ন কারখানার ওয়েষ্টিজ ব্যাবসা ক্রয়-বিক্রয় করে আসছি। শনিবার রাত ৮টার সময় সাকিব তার লোকজন নিয়ে আমার কাছে বিভিন্ন অংকের টাকা দাবী করে। তার চাহিদামত টাকা না দেওয়ায় হঠাৎ করে আমার উপর দা,লাঠি নিয়ে হামলা চালায়। পরে আমার ডাক চিৎকারে আমার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। হামলাকারীরা আমার পকেট থেকে ১০হাজার ৩৬০ টাকা ও একটি বিদেশী দামী ঘড়ি নিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাতেই শ্রীপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত আলতাব হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।