ডুমুরিয়ায় গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক ৩
এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় প্রধানঃ
১৮ জুলাই ২০২১ রবিবার দিবাগত রাতে আনুমানিক ৩ টা ৩০ মিনিটের দিকে ডুমুরিয়া থানাধীন বেতাগ্রামস্থ আব্দুল ওয়াদুদ মজুমদারের গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় ৩ গরু চোরকে গ্রামবাসী ধরেন। পরবর্তীতে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা, আবু বক্কর শেখ (৪৪), পিতা- মুরাদ আলী শেখ, গ্রাম- রনজিতের হুলা, থানা- বটিয়াঘাটা, জেলা -খুলনা। জনি শেখ হাসান (৩০), পিতা- ওহিদ শেখ, গ্রাম- তালবুনিয়া, থানা- রামপাল, জেলা -বাগেরহাট। মিজান শেখ (৩৫), পিতা- মৃত: এসকেন শেখ, গ্রাম- ইসলামাবাদ, থানা- রামপাল, জেলা -বাগেরহাট।
তাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা আছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category