রাজশাহী রামেক হাসপাতালে বে-সরকারী কর্মচারিদের ঈদ সন্মানী ভাতা দিলেন পরিচালক
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর বে-সরকারি কর্মচারিদের ঈদ সন্মানী ভাতা পয়ে সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই,বে-সরকারি কর্মচারিরা প্রধান পরিচালকঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী প্রধান পরিচালক স্যার কে. তিনি আজ বে-সরকারি কর্মচারিদের
নিজহাতে (করোনা যোদ্ধাদের) ঈদ সন্মানী ভাতা প্রদান করেন এবং করোনা আক্রান্ত রুগীর পাশে থেকে সেবাপ্রদান করার আহ্বান জানান,এ সময় সকল কর্মচারিরা রুগীদের যথাযথ সেবা ও তাদের পাশেথাকার অঙ্গীকার করেন এবং সেবা দান কারীরা দেশ বাসীর কাছে দোয়া চান।
প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে বে-সরকারি কর্মচারিরা দ্বায়িত্ব পালনে অতুলনীয় ভূমিকা পালন করে আসছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category