ষ্মোঃমহিউদ্দীন খান।মৌলভীবাজার প্রতিনিধঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শনিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুন হয়। মৃত্যুর আগ মুহূর্তে শরীফ নিজের নাম এবং সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানায়।
মৃত্যুর আগ মুহূর্তে শরীফের দেওয়া জবানবন্দির সূত্র ধরেই মূল আসামী’কে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ঘটনার ৩১ ঘন্টার মধ্যে ঘাতক সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন জানান,শ্রীমঙ্গল থানার ওসি, আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির স্যারের সার্বিক তত্ত্বাবধানে আসামি ধরতে আমরা অভিযানে চালাই। ১৯ জুলাই (সোমবার) ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে সজীবকে গ্রেফতার করি।তিনি জানান, ধারণা করা হচ্ছে সজীব ট্রেনে করে পালানোর চেষ্টা করছিল।
মৃত শরীফ এবং ঘাতক সজীব তারা একে অন্যের সাথে ভাল বন্ধুত্ব ছিল বলেও জানান।