পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ'র উদ্যোগে
অতি শীঘ্রই চালু করা হচ্ছে
"মেয়র অক্সিজেন ব্যাংক"
পটুয়াখালী পৌরসভা এলাকায় বসবাসকারী যেকোনো নাগরিক দিন রাত ২৪ ঘন্টার যেকোন সময়ে নির্দিষ্ট হটলাইন নাম্বারে কল করে সম্পূর্ণ বিনামূল্যে মেয়র অক্সিজেন ব্যাংকে'র সেবা গ্রহণ করতে পারবেন।
পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য বিভাগের আওতায় পরিচালিত "মেয়র অক্সিজেন ব্যাংক"র হটলাইন নাম্বারটি শীঘ্রই সম্মানিত পৌর নাগরিকদের জানিয়ে দেয়া হবে।
সদা সর্বদা সচেতন থাকি
নিয়মিত মাক্স পরি
করোনা মুক্ত জীবন গড়ি।