রাজু আহম্মেদ।।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিয়া পাড়া গ্রামের মোঃ সামির তার আপন জামাইয়ের লাঠির আঘাতে জখম হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায় ইসলামী শরীয়া মোতাবেক প্রায় ৫ বছর আগে মিয়াপাড়া গ্রামের মোঃ সামির আলীর মেয়ে লিমার সাথে একই ইউনিয়নের ঢুলিপাড়ার কাসেম আলীর ছেলে চুটুর বিবাহ হয়। তাদের সংসারে দুটি সন্তান আসে। কারণে-অকারণে চুটু তার স্ত্রীর উপর শারীরিক মানসিক নির্যাতন চালায়। নির্যাতনের বিষয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার আপোষ মিমাংসা হয়। কিন্তু থেমে থাকেনি নির্যাতন-নিপীড়ন। কয়েকদিন আগে মেরে ফেলার উদ্দেশ্যে নিজ শিশু সন্তানকে মারধর করে চুটু। পাষন্ড স্বামীর হাত থেকে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে স্ত্রী লিমার উপর নির্যাতন শুরু হয়। বিষয়টি জানতে পেরে মেয়ে ও নাতি নাতনিকে আনতে গেলে চুমু তার শ্বশুরের উপর চড়াও হয়। তার লাঠির আঘাতে শ্বশুর সামির আলীর ডান চোখের নিচে যখন হয়। জীবনের নিরাপত্তার কথা ভেবে লিমা তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। লিমা তার স্বামীর নির্যাতন নিপিড়ণের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।