মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
পিচঢালাই আর ইট-খোয়া উঠে মাগুরা সদর বগিয়া ইউনিয়নে আলোকদিয়া বাজার থেকে পুখুরিয়া গার্লস স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর এই করুণ দশা হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ অবস্থায় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলোকদিয়া বাজার থেকে আলোকদিয়া গার্লস স্কুল পর্যন্ত ঘুরে দেখা যায়, রাস্তাটির পিচঢালাই উঠে এবড়োখেবড়ো হয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। ছয়-সাত দিনের মধ্যে এ এলাকায় বৃষ্টি না হলেও কোথাও কোথাও রাস্তার গর্তে আগে হওয়া বৃষ্টির পানি জমে আছে।
পুখরিয়া গ্রামের বাসিন্দা মোঃ রতন মিয়া বলেন, ‘এই রাস্তা পাকা হওয়ার পর কর্তৃপক্ষ এটি সংস্কারে কোনো উদ্যোগই নেয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামন্য পানিতেই এ রাস্তায় হাঁটুপানি জমে যায়। প্রতিবছর বর্ষাকালে আমাদের ভোগান্তির শেষ থাকে না।’
রাস্তাঘাটের বেহাল অবস্থা সম্পর্কে আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ রেজাউল ইসলাম বলেন এই রাস্তাটি দিয়ে আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজ, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলোকদিয়া একাডেমি, পুখুরিয়া গার্লস স্কুল, পুখুরিয়া হাফেজিয়া মাদ্রাসা, পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য ছাত্র ছাত্রী ও পথচারী চলাচল করে। এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি। এই সড়কগুলো দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করে।
ব্যবসায়ী মারুফ বলেন, এই রাস্তার অবস্থা এতই শোচনীয় যে গাড়ি নিয়ে চলাই কঠিন।অটো রিকশা কিংবা চার্জারে চালিতে কোন গাড়িতে উঠলে ঝাঁকুনি খেতে খেতে শরীর ব্যথা হয়ে যায়। এলাকা বাসি সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদে প্রশাসনের কাছে অনুরোধ রাস্তাটি যেনো অতিদ্রুত সংস্করণ করা হয়।