মোঃ গোলাম মোস্তফা ,নান্দাইল (ময়মনসিংহ) :
বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব,নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর (৮৬) নামাজে জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে লাশ নিয়ে আসা হয়। সেখানে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর ও নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
সোমবার (১৯ জুলাই) মোয়াজ্জেমপুর সাহেব বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ৬ টায়৷ পঞ্চম জানাজা শেষে নিজ বাড়ি জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এর আগে রাজধানী ঢাকায় সকালে, ঈশ্বরগঞ্জ পৌর সদরে বিকাল ৪ টায় দ্বিতীয় জানাজা, নান্দাইল পৌর শহরের সরকারী শহীদ স্মৃতি কলেজ মাঠে বিকাল সোয়া ৫ টায় তৃতীয় জানাজা, কানারামপুরে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে সন্ধ্যা পৌনে ছয়টায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত,গত শনিবার (১৭ জুলাই) বিকাল ৫ টা ৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা। এর আগে সাবেক এমপি খুররম খানকে গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য মাগফিরাত কামনা করে মোবাইল ফোনে দোয়া চান আমেরিকা প্রবাসী খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নাসের খান চৌধুরী।
এছাড়াও দোয়া কামনা করে বক্তব্য রাখেন- নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,মেয়র রফিক উদ্দিন ভুইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আব্দুল মালেক চৌধুরী স্বপনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।