*সাপের কামড়ে মৃত্যু এক যুবকের*
কলকাতা প্রতিনিধি গৌতম দেবনাথঃ
ফের একবার সাপের কামড়ে মৃত্যু হলো উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা শিমুলিয়া গ্রামের বিপ্লব সরদার নামে বছর ৪১ এর যুবকের।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত দুটো নাগাদ একটি কালা শাপে কামড়ায় বিপ্লব কে, তিনি বুঝতে পেরে রাতেই সাপটিকে মেরে পুড়িয়ে ফেলে।
এবার কোনো ওঝা বা তান্ত্রিকের বাড়িতে নয় সরাসরি বনগাঁ হাসপাতালে ভোর পাঁচটা নাগাদ নিয়ে যায় পরিবারের লোকজন বিপ্লব সরদার কে। সেখানে চিকিৎসা চলাকালীন হঠাৎই শারীরিক অবস্থা আসংখ্যা জনক হওয়ায় কলকাতায় রেফার করে কর্মরত ডাক্তার। কলকাতা যাবার পথে হঠাৎই শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় পরিবারের লোকজন হাবরা হাসপাতালে নিয়ে আসে। হাবরা হাসপাতালে ডাক্তাররা দেখে মৃত বলে ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category