সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে পৌরসভার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পৌর মেয়র অফিস কক্ষে মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেন। প্রধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। সভা শেষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈমামদেরক ২ হাজার টাকা ও ৩০ কেজি চাল, মুয়াজ্জিমদের ১ হাজার টাকা ও ২০ কেজি চাল ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ঈমামরা হলেন প্রতিটি মজজিদের প্রধান। তার প্রতি অনুগত্য আমাদের সকল মুসলমাদের আছে ও থাকবে। তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার পক্ষ থেকে এ ঈদ উপহার।