মোঃ মতিন গাজী,যশোর অভয়নগর প্রতিনিধিঃ
পানির অপর নাম জীবন, পৌরসভা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড সহ আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট, সময় মত পানি আসছে না, মাঝে মাঝে আসলেও সেটাতে প্রয়োজনের তুলনায় অর্ধেক, তা দিয়ে প্রয়োজন মিটানো সম্ভব হচ্ছে না। বিশুদ্ধ পানির অভাব এখন নিত্য সঙ্গী, এ বিষয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ভিন্ন মত।
নওয়াপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড মহিলা কলেজ এলাকায় গত ৩ দিন যাবত শুরু হয়েছে তীব্র পানি সংকট। ঠিক মত দেখা মিলছে না খাবার পানি, এলাকাবাসী জানায় পৌরসভা নিয়মিত পানির বিল আদায় করে কিন্তু জরুরী প্রয়োজনে পানি সরবরাহ করে না, এ বিষয়ে পৌরসভা কর্তৃক দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের যোগাযোগ পাওয়া যায় না। ১ দিন পর ঈদ ঠিক এই সময় পানি সংকট, এটাকে যত দ্রুত সম্ভব সমাধানের জন্য পৌরসভা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।