মো:খোরশেদ আলমবিশেষ সংবাদদাতা:
কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌরসভা এলাকায় নোয়াপাড়া গ্রামের হাজী আব্দুল মজিদের ফাউন্ডেশনের উদ্যোগে নিজে বাড়ি বাড়ি গিয়ে করোনা কালিনসময় কর্মহীন অসহায়, দুস্থ, গরীব দুঃখীর মাঝে ১০ কেজি করে চাউল ও নগদ টাকা বিতরণ করাছেন। এই উপলক্ষ্যে সোমবার নিজে বাড়ি বাড়ি যাইয়া ত্রাণ ও নগদ টাকা বিতরনে উপস্থিত ছিলেন মোঃ হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা হাজী মোঃ আব্দুল মজিদ, প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূর মোহাম্মদ (রনি)ফাউন্ডেশনের পরিচালক
ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,রাজনীতিবীদ মোঃ সামছুল হক( বকুল) সাবেক মেম্বার মোঃসৈয়দ আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক আসাফউদ্দৌলা(পলাশ)মোঃ ইউসুফ আবদুল্লাহ , ইমরান ফরহাদ প্রমুখ।
উল্লেখ্য, গরীব দুঃখী অসহায়, অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২১ সালে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে।