শ্রীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রীপুর পৌর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আমানউল্লাহ আমানকে সভাপতি এবং মো. মিজান মন্ডলকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এছাড়াও নবগঠিত কমিটিতে এনামুল হক খোকনকে সিনিয়র সহ-সভাপতি, চুন্নু ফকিরকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
১৮ জুলাই গাজীপুর জেলা শ্রমিকদলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান এক লিখিত বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
বর্তমান কমিটির কার্যক্রম সন্তোষ জনক না থাকায়, শ্রমিকদলের কাজকে ত্বরান্বিত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিকে আগামি ৩ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে এবং পূর্নাঙ্গ কমিটি গঠন করার শর্তে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।