এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৯ জুলাই ২০২১ সোমবার সকাল ৮ টা থেকে ২০ জুলাই মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত। গত ২৪ ঘণ্টার মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে, মৃত্যু হয়েছে ৮ জন। করোনার উপসর্গে নিয়ে ৩ জনের মৃত্যুর হয়েছে।
এ পর্যন্ত যশোর জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে, ১৭ (হাজার) ৩৭৫ জনের দেহে। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ (হাজার) ৭০৭ জন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেড জোনে ভর্তি আছে ১২০ জন।
অপর দিকে, ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিম সেন্টারে ৬৩০ টি নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন করে করনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১১৯ জন, কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ২ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ৫ জন এবং চৌগাছায় ৩ জন।
যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন মঙ্গলবার দুপুরে সাংবাদিক ও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।