শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ বাবাকে সাথে নিয়ে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করেছেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক মুহাম্মদ লিয়াকত আলী ফকির।
পবিত্র ঈদুল আযহা’র নামাজের পর পশু কুরবানী করে বৃদ্ধ বাবা আলহাজ্ব আ.রাজ্জাক ফকিরকে সাথে নিয়ে ও বড় ভাই মুহাম্মদ শরাফত ফকিরের পরামর্শে নিজ গ্রাম তেলিহাটির মুলাইদ ও আশেপাশের এলাকার প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি গোশত বিতরণ ও বন্টন করেন।
লিয়াকত আলী ফকির জানান, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এ আনন্দকে আশেপাশের অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দেয়া ও তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে পবিত্র ঈদুল আযহা পালন করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। এসময় তিনি সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়ে বর্তমান করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের কাছে অনুরোধ করেন।