

এসএম রুবেল:
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র তহাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাজারের রেডিমেড পোষাক, খাদ্যশষ্য ও মুদি দোকানসহ অন্তত ৪০টি দোকানে আগুন ঝড়িয়ে পড়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে সদররের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ৪টি ইউনিট কাজ শুরু করেছে। এই সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) ফয়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুনের ধোয়ায় আশপাশ কালো হয়ে গেছে।
ঘটনাস্থলে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নেতৃত্বে ডিবি চাঁপাইনবাবগঞ্জ এস আই আরিফ ইউসুফ ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে সূত্রপাত এখনো জানা যায়নি
কি থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহুর্তে বলা সম্ভব না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে বাজারের দোকানদারদের আহাজারি পরিবেশ স্তব্ধ করে তোলে।
এদিকে মার্কেট কমিটির কাছ থেকে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন সূত্রপাত নিশ্চিত করতে পারেনি বলে জানা যায়।