এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড়ে শাওন ওরফে টুনি (২৫), নামের ১ জন ব্যক্তি কে এলোপাতাড়ি ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। নিহত শাওন ওরফে টুনি শহরে শংকরপুর জমাদ্দার পাড়া এলাকার হালিম ওরফে তিলে মুন্সির, ছেলে বলে জানা যায়।
সন্ত্রাসীরা তার বুক, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় সূত্রে জানা যায়, ২২ জুলাই রাত ১০ টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার একটি গলির ভিতরে ৪/৫ জন দুর্বত্তরা শাওনকে ছুরির আঘাত করে। জীবন বাঁচাতে শাওন দৌড়ে জমাদ্দার মোড়ে অবস্থিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির কার্যালয়ে ঢুকে পড়েন। সেখানেও দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় রাত ১১ টার ১৫ মিনিটের দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে, আরোও জানা যায়, খালাত ভাই আল-আমিনের সঙ্গে শাওনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। সেই কারণে এই হত্যা কাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ সালাহউদ্দিন স্বপন জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে ফলে তার মৃত্যু হতে পারে। যশোর কোতয়ালি মডেল থানার (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ কর্মকর্তার সত্য ঘটনা উদঘাটনে চেষ্টা করছে, হত্যা কাণ্ডের সঠিক তথ্য পেলে আইনের আওতায় আনা হবে বলে জানা যায়।