মোঃ রিফাত আহমেদ রিজভীঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দেশের বৃহত্তর কোরবানীর মাঠে কুরবানী অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ( ২১ জুলাই) ঈদের দিন উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদ উল আজহা উপলক্ষে বৃহৎ পরিষরে পশু কুরবানী করা হয়েছে।
জানা যায়, বৈলাজান মধ্যপাড়া কোরবানীর মাঠটি দুটি ঈদগাহ ও ৫টি মসজিদ ভিত্তিক সমাজ নিয়ে গঠিত। কোরবানীর সমাজের এ বছর ১২০টি গরু ও ১০৫টি খাসী এবং কয়েকটি ভেড়াসহ একাধিক মহিষ কোরবানী করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায় বৈলাজান কোরবানীর মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়, কোরবানীর পশুর জবাই, মাংস তৈরির কাজ চলে সন্ধ্যা পর্যন্ত। এ উপলক্ষে কোরবানীর মাঠে বিরাজ করে আনন্দ ঘন পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্র মতে, কোরবানীকৃত পশুর মাংস বানাতে নিজেরাই ব্যস্ত হয়ে পরেন। মাঠের এক পাশে বসে দোকান। ছোট ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করে থাকে। এটি একটি ঐতিহ্য বাহী কোরবানীর মাঠে, এখানে কোরবানীর পশু জবাই করার পর তা তিন ভাগের একভাগ মাংস জমা রাখতে হয় যা পঞ্চায়েত নামে পরিচিত। পঞ্চায়েতে দায়িত্বে থাকা সেচ্ছাসেবীরা কোরবানী সমাজের প্রায় ১৫০০ টি খানার মধ্যে তা সমান হারে বন্টন করে যার যার বাড়ীতে পৌচ্ছে দেওয়ার ব্যবস্থা করে থাকে।