গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দর কষাকষির একপর্যায়ে ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছে। শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার তেলিহাটি মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গুরুতর আহত জজ মিয়া ও তার ছেলে তোফাজ্জল, মোজাম্মেল, সাখাওয়াত ও আরিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আরিফকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রাতেই উদয়খালী এলাকার জজ মিয়ার ছেলে আহত তোফাজ্জল বাদী হয়ে তেলিহাটি এলাকার ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার,মোফাজ্জল সরকার ও তাইজ উদ্দিন সরকারকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাযায় , তেলিহাটি মোড়ের মুদি দোকানি সাখাওয়াত ও মোজাম্মেল। অভিযুক্ত তোফাজ্জল গ্যাস সিলিন্ডার নিয়ে ৯০০টাকা দাম দেয়। কিন্তু মোজাম্মেল ১০২০ টাকা দিতে বলায় দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তোফাজ্জল তার ভাই মোফাজ্জল কে ফোন করেন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তোফাজ্জল, মোফাজ্জল ও তাইজুদ্দিন সহ অচেনা ১০/১৫ জন হামলা করেন। এতে দোকানের মালামাল ভাঙচুর করে। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় আরিফ গুরুতর আহত হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই নাজমুর ও এসআই অহিদুজ্জামান প্রাথমিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত মোফাজ্জল সরকার জানান, আমার ছোট ভাই তোফাজ্জল সরকারকে মারধর করেছে তারা। ঘটনা শুনে আমি গিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাকেও মারধর করে একপর্যায়ে দোকানে থাকা পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে আমার ভাতিজা আগুনে দগ্ধ হয়েছে। আমার ভাই সহ আমরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় রাতেই অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।