সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী উপজেলার একে স্কুল বাজার,খেকুয়ানি বাজার ও আমতলী ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৩৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার লকডাউনে অবৈধভাবে দোকান পাট খোলা রাখা এবং যানবাহন চালানোর অভিযোগে ১৭ জনকে ১৩,৯০০ জরিমানা করা হয়েছে।ঢাকা ৎেকে ফিরতি পথের একাধিক গণপরিবহন এ যাত্রী পরিবহনের জন্য জরিমানা করা হয়েছে। এছাড়াও বাসার মালামাল পরিবর্তনের জন্য ০২ টি ট্রাককে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন, লকডাউন প্রথম দিনে মহা সড়কে অটো রিক্সা ও মটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও যারা এ নিষেধাজ্ঞা অমান্য করেছে তাদের সকলকেই জরিমানা করা হয়েছে এবং জরুরি বিবেচনায় অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।এ সনয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করা জানান।