শরিফ সিকদার, কাপাসিয়া থেকেঃ
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ আলোচনা ও মিলাদ মাহফিল হয়েছে।
কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ভিডিওকনফারেন্সে এর মাধ্যমে বক্তব্য রাখেন।
আলোচনা করেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান, মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান,মাজহারুল ইসলাম লেলিন, মাহাবুব উদ্দিন, আইয়ুব রহমান সিকদার, আঃমজি দর্জি,সাখাওত হোসেন প্রধান,রওশন আরা সরকার, এমদাদুল হক, ইমান উল্লাহ শেখ, মাহামুদুর হাসান মামুন,আমির হামজা প্রমুখ।
তাছাড়া ১১ ইউনিয়নে ও টোক মানবতার ঘরের নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করেছে।
তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা “মুজিবনগর সরকার” নামে অধিক পরিচিত।
স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নিহত হবার পর আরও চার জাতীয় নেতাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়।