মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা মহম্মদপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন “খালিয়া গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র” সদস্য বৃন্দ।
খালিয়া টু বিনোদপুর সিরিজদিয়া রোডের বেহাল দশার জন্য দায়ী অবৈধ যানবাহন চলাচল এবং অনুপযোগী যানবাহন যাতে করে মাত্রাতিরিক্ত ওজন বহন করে রাস্তায় নিদিষ্ট মেয়াদের আগেই রাস্তায় করুন অবস্থা। এতে দুর্ভোগে পরছে এলাকাবাসী। সড়কটিতে ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃস্টি হয় এবং বৃষ্টিতে গর্তে পানি জমা হয়ে থাকে। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঈদের সময় লোকজনের চলাচল বেরে যাবার কারনে একাধিক দুর্ঘটনার ঘটে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন “খালিয়া গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র”।
“খালিয়া গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের সদস্যগণ জানান, খালিয়া বাজার থেকে বিনোদপুর ও সিরিজদিয়া পর্যন্ত রাস্তাটি খুব খারাপ অবস্থা প্রায় দুর্ঘটনা ঘটে। এবং এই রাস্তাটি দিয়ে হাজার হাজার স্কুল কলেজের ছাত্র ছাত্রী যাতায়াত করে। কিছু দিন রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।
অটোরিকশাচালক মারুফ জানান, খালিয়া বাজার থেকে বিনোদপুর ও সিরিজ দিয়া সড়কটি খুবই ব্যস্ততম রাস্তা।অনেক দিন যাবত রাস্তা ভেঙে গেছে সড়ক ও জনপথ বিভাগের কেউ খবরও নেয়নি। খালিয়া গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের সদস্যগণ মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তাদের উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।