মোঃ তরিকুল ইসলাম মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা মহম্মদপুর উপজেলায় ঈদের পর কঠোর লকডাউনের প্রথম দিনই প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার টহল লক্ষ্য করা গেছে। সকাল থেকেই উপজেলা প্রশাসনের কর্ণধার উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ দবির উদ্দিনের নেতৃত্বে সদরের বাসস্ট্যান্ড এলাকায় সহ বাজারের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দিতে দেখাগেছে।
ঈদের পর কঠোর লকডাউনের প্রথম দিন মহম্মদপুরে অনেকটাই সফল হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতেই রাস্তাঘাটে মানুষজনের চলাচল কম লক্ষ্য করা যায়। এর উপর কঠোর লকডাউনের কারনে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল কিছু মানুষ বাজার মুখি হলে স্হানীয় প্রশাসনের তৎপরতার কারণে তারা বাজার ত্যাগ করেন।
ফার্মেসী এবং মুদি দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ শুক্রবার মহম্মদপুর বাজার সহ ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্হানীয় প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ,সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।
সরকারি ছুটির দিন হওয়ায় ও মাঝে মাঝে বৃষ্টি আসার কারণে রাস্তায় মানুষ চলাচল কিছুটা ছিল কম। এর উপর কঠোর লকডাউনের কারনে রাস্তাঘাটগুলো ছিল প্রায় জনশূন্য।
কিছু অটো, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে বেশীরভাগ দোকানপাট। সকালের দিকে সদরের বাজারঘাটগুলোতে কিছুটা ভিড় হলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। ওষুধ এবং খাদ্য পণ্যের দোকান ছাড়া সদরের অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।