মোঃ এনামুল হক গাজীপুরঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের বাড়িতে নিজ ঘরে ঈদের দিন ২১ ই জুলাই রাতের শেষভাগে ২২ জুলাই প্রথম প্রহরে কিছু দুর্বৃত্তদের হামলায় শিকার হয়ে গুরুতর আহত হয় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাস করা প্রকৌশলী শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ।
আহত মাসুম টানা দুইদিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিউিট অব নিউরোসাইন্স হাসপাতালে মারা যায়।
নিহত সৈয়দ মাহবুব হোসেন মাসুম আহমেদ (২৫) বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে জানান,
ঈদ শেষে শ্রীপুরের মাওনা বাজারে পশুর চামড়া বিক্রি করেন মাহবুব। ওই রাত সাড়ে তিনটার দিকে তার সহকর্মী জোবায়ের মোটরসাইকেলে তাকে তার নিজ বাসায় পৌছে দিয়ে চলে আসে। সে বাসায় ঢুকে তার কক্ষের দরজা খোলা দেখতে পায়। ঘরে ঢুকতেই দুর্বৃত্তরা তার ওপর হামলা করে মাথায় কুপিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। এসময় তার বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে সম্পূর্ণরূপে আটকানো ছিলো।
পরে তার চিৎকার শোনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খোলে দেয় ও তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইন্সটিউিট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠায়।
কাউন্সিলর জানান, তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় নিহতের পরিবার থেকে নিহতের চাচা বৃহষ্পতিবার অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে। তার লাশ ময়না তদন্ত ও মৃত্যু পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।