

মোঃ গোলাম মোস্তফা নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে ৬০টি ক্যামেরা।অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এই উদ্যোগ।
এর ফলে চুরি,ডাকাতি,ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ প্রশাসনসহ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের নির্দেশনায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভায় সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে।
নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুইয়া বলেন, সিসি ক্যামেরা বসানো হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।