নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব দখল করে রাজত্ব করেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। চলছে করোনার তৃতীয় ঢেউ। দেশে প্রতিদিন বাড়ছে করোনায় অাক্রান্ত ও মৃত্যু হার। চলছে সরকার ঘোষিত লকডাউন। চলমান লকডাউনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজার কমিটি মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অাহ্বান জানান। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে বলেন। জরুরি পরিসেবা ও কিছু নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে অনুরোধ জানান, রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাজাবাড়ি ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা জজ মিয়া শেখ। জজ মিয়া শেখ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলে জরুরি প্রয়োজন ব্যতীত সকলকে অবশ্যই ঘরে থাকতে হবে। ঘরের বাহিরে গেলে মাস্ক পড়তে হবে। ১৫ মিনিট পর পর অল্প পরিমাণ হলেও পানি পান করতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন জনকল্যাণ বাজারের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের জরুরি পরিসেবা ও কিছু নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে মাইকিং করে অনুরোধ করছি। সকলকে জনসমাগম এড়িয়ে চলতে বলছি। সবাই সরকারি নির্দেশনা মেনে করোনা মুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।