এস এম খলিলুর রহমান খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৩ জুলাই ২০২১ শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা মোঃ আক্তার হোসেন (৩০), নামের ১ জন হরিণ শিকারীকে আটক করে। এ সময় ওই হরিণ শিকারীর কাছ থেকে ১ টি হরিণের মাথা ও ১২ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
জব্দকৃত হরিণের মাংস এবং হরিণ শিকারীকে নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আটক মোঃ আক্তার হোসেন, খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকার গাজী বক্সের, ছেলে বলে জানা যায়।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১ জন ব্যক্তি সুন্দরবনে হরিণ শিকার করছেন। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ আক্তার হোসেনকে আটক করা হয়। সুন্দরবনের বন্যপ্রাণি রক্ষায় কোস্টগার্ডের এ ধরণের অভিযান চেষ্টা অব্যাহত থাকবে।