আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বিয়ের আয়োজন স্থগিত করে বর ও কনে পক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি খন্দকার মোকাদ্দেস আলী জানান, উপজেলার স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে গোপিনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরীফুল ইসলামের বিয়ের আয়োজন চলছিলো। সংবাদ পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন রাধানগর গ্রামে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন স্থগিত করেন। কঠোর লকডাউনের সময় বাল্য বিয়ে নিরোধ আইন লঙ্ঘনের দায়ে বর ও কনে পক্ষকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।