মোঃ এনামুল হক গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি’র স্বতস্ফুর্ত উপস্থিতি ও সহযোগিতায় এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাচ্চু মিয়াকে সভাপতি ও শরিফুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
গত ১৯ জুলাই গাজীপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মিনার উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন আগামী তিন বছরের জন্য নতুন কমিটির লিখিত অনুমতি দেন। এতে শ্রীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির মধ্যে স্বস্তি বিরাজ করছে
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ ক্রমে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। স্বাক্ষরিত কাগজে উল্লেখ করা হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যারা ত্যাগ স্বীকার করেছে ও মামলা মোকাদ্দমায় জর্জরিত হয়েছে। তাদেরকে নয়া কমিটিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।