রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশি এলাকার বসতবাড়ির আঙ্গীনায় জুয়ার আসর বসাতে বাঁধা দেওয়ায় গৃহকর্তা আক্তার হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করে লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় এবং তাকে গলাটিপে হত্যার চেষ্টা করেছে জুয়ারীরা। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টেকনোয়ার্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আক্তার হোসেন জানান, গত কয়েকদিন ধরে তার বাড়ির আঙ্গীনায় একই এলাকার নুরু মিয়ার ছেলে জুয়ারী নাইম ও টেকনোয়ার্দা এলাকার আবু সাঈদের ছেলে জুয়ারী সুজনসহ ৫/৬ জন জুয়ার আসর বসাচ্ছিলো। এতে তিনি বাঁধা দিলে তার উপড় ক্ষীপ্ত হয় জুয়ারীরা। এর জের ধরে শনিবার দুপুরে টেকনোয়ার্দ্দা কুমারপাড়া এলাকায় তাকে একা পেয়ে জুয়ারী সুজন, নাঈমসহ ৫/৬ জন তার পথরোধ করে তাকে বেধড়ক পেটায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পরলে সুজন তাকে গলাটিপে হত্যার চেষ্টা করে। তার ডাক চিৎকারে তাকে বাচাঁতে তার মামাতো ভাই জনী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত আক্তার বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।