কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
আজ (২৫ জুলাই) রবিবার ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বি আর বি’র সামনে মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
তিনি বি.আর.বি এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিটিসির পাশের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসটিকে আটক করে।
পরে পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category