মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
বৈশ্বিক এই মহামারীতে আরএমপি’র পুলিশি সেবা নিতে ব্যবহার করুন হ্যালো আরএমপি অ্যাপ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে ” হ্যালো আরএমপি ” অ্যাপ ।
এই অ্যাপ ব্যবহার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তথ্য দেয়া যাবে । আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখার ব্যবস্থাও আছে । বাংলাদেশ পুলিশের অন্যান্য জরুরী সেবা এই অ্যাপস এর সাথে সংযুক্ত করা হয়েছে যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই অ্যাপের মাধ্যমে আবেদন করা যায়।
এই অ্যাপের মাধ্যমে অনলাইন জিডি করা যায়। 999 জাতীয় জরুরী সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস পুলিশের সহযোগিতা ইত্যাদি পাবার জন্য কল করা যায়। এই অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার, ই-মেইল এড্রেস পাওয়া যাবে।
হ্যালো আরএমপি এই অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল দেখা যাবে। এমনকি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটও ভিজিট করা যাবে এই অ্যাপের মাধ্যমে।