মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক আরোহী আজ রবিবার দুপুরে উপজেলার বৈরচুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আখতারুজ্জামান ডাবলু (৪০) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী গ্রামের নাজির হোসেনের ছেলে ও পীরগঞ্জ উপজেলার পশ্চিম বৈরচুনা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের জামাই বলে জানা গেছে। স্থানীয়রা জানান নিহত ডাবলু তার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে চা পান করার (খাওয়ার) উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে শ্যালকে নিয়ে বৈরচুনা জামেনি মোড় পাকা সড়ক দিয়ে আসে। ওই সময় একটি আম বোঝাই পিকাপ (ট্রাক) এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেল চালক আখতারুজ্জামান ডাবলু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। মোটরসাইকেলের পিছনে থাকা অপর আরোহী নিহতের শ্যালক খবির উদ্দিন (৩২) গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত খবির উদ্দিন বৈরচুনা ইউনিয়নের পশ্চিম বৈরচুনা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১১ নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন।