

মোঃ মতিন গাজী,যশোর অভয়নগর প্রতিনিধিঃ
যশোর অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শংকর পাশা গ্রামের মেয়ে শিল্পি নামের ১ জন মহিলা তার নিজ স্বামিকে পরকীয়ার জের ধরে হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিদেশ পাড়ি দিয়েছেন শরিফুল ইসলাম, গত কয়েক দিন আগে বাড়ি ফেরে আসেন। নিহত শরিফুল ইসলামের বাড়ি বেনাপোল শার্শা থানার সামটা গ্রামে।
তিনি দীর্ঘদিন বিদেশে থেকে তার সকল অর্থ-সম্পদ ১২ লক্ষ টাকা, ৯ ভরি সোনা, তার বউয়ের নামে একাউন্টের মাধ্যমে রাখতেন, পরবর্তীতে শরিফুল ইসলাম ওই টাকার হিসাব চাইলে স্ত্রী শিল্পী বেগম তাল-বাহানাসহ বিভিন্ন অজুহাত দিতে থাকেন।
গতকাল রাতে নিহত শরিফুল ইসলাম তার শশুর বাড়ি আসলে এই নিয়ে কথা বাক বিতর্ক হয়, তার শ্বশুর বাড়ির সদ্যস্যদের সাথে।
অতপর রাত ৩ টার দিকে তাকে এক পর্যায় শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। পার্শ্ববর্তী লোকের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, অভয়নগর থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য অভয়নগর থানা পুলিশের মাধ্যমে তার মরাদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।