মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
আলোকিত বাংলাদেশ বন্ধু ফোরামের উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আলোকিত বন্ধু ফোরামের কো অডিনেটর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ রানার জন্মদিন উপলক্ষে আলোকিত বাংলাদেশ বন্ধু ফোরামের আয়োজনে গজারিয়া থানার সামনের সড়কে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে এই মাস্ক বিতরণ করা হয়।
এর আগে স্বাস্থ্যবিধি মেনে গজারিয়া প্রেসক্লাবে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন ঠাকুর, সাপ্তাহিক বিচিত্র সংবাদের বার্তা সম্পাদক আ:হাকিম, মুন্সীগঞ্জের কাগজের গজারিয়া উপজেলা প্রতিনিধি রিপন মোল্লা, মুন্সীগঞ্জের কাগজের ষ্টাফ রিপোর্টার আজিজুল হক পার্থ, ৭১ টিভি গজারিয়া সংবাদদাতা ও আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন সায়মন , ফ্লাগুনী টিভি সোলেমান সিকদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের গজারিয়া উপজেলার সভাপতি জহির রায়হান সোহাগ ,দৈনিক আজকের জনবানী ওসমান গনি প্রমূখ।