মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
৩’শত পিচ ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুই যুবককে আটক করেছে দিনাজপুরের বিরল থানা পুলিশ।
গত (২০জুলাই) মঙ্গলবার দিনাজপুরের বিরল থানাধীন বাজনাহার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিরল থানার ওসি ফখরুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ,পীরগঞ্জ উপজেলার বাসন্টি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে হুমায়ূন কবির ওরফে আপেল (২৮) ও একই উপজেলার ভেবড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনের ছেলে মোঃ বিলাস আহমেদ (২৮) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাতে বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে বাজনাহার মোড় পাকা সড়কে তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৩’ শত পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি ফখরুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৫ তাং ২১/০৭/২০২১ । গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।