এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৬ জুলাই ২০২১ সোমবার দুপুর পর্যন্ত, খুলনায় গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। খুলনায় ৫ টি হাসপাতালে। ২৫ জুলাই রবিবার সকাল ৮ টা থেকে ২৬ জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৪ জন ও করোনার উপসর্গে নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, খুলনা জেনারেল হাসপাতালে ১ জন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরোও ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- খুলনা নগরীর রায়পাড়া এলাকার ফজলুল রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহ কোটচাঁদপুরের বজলুল (৬৫) ও একই জেলার পশ্চিমপাতিয়া এলাকার আঃ রহমান (৪৬)।
খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর দৌলতপুর পাবলার তহমিনা বেগম (৮৪), বাগেরহাটের ফকিরহাটের গাউস শেখ (৬৫), ও নড়াইলের কালিয়ার নয়ন ঘোষ (৩৫)।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নগরীর মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫), নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর বাগমারা মেইন রোডের শিখা রানী রায়(৫৫), ও ডুমুরিয়ার শাহপুর থুকড়া আফিয়া খানম (৩৫)।
গাজী মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তরিকুল (৬৩), ধর্মসভা এলাকার স্বপ্না (৪২) ও দৌলতপুরের মাহাবুবা (৪২)।