আরিফ প্রধান, গাজীপুর :
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মাহবুব আর নেই। ২৬ জুলাই সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
নজরুল ইসলাম মাহবুব (৫১) পৌরসভা ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের আব্দুল হেকিমের সন্তান। অজ্ঞাত রোগে বাকশক্তি হারিয়ে প্রায় ২ মাস অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মরহুমের ছোট ভাই আল আমিন জানান, অসুস্থতার কারণে নজরুল ইসলামকে গত ২ জুন চিকিৎসার জন্য নেয়া হয়। সে সময়ও পায়ে হেটে গাড়িতে উঠা থেকে শুরু করে ডাক্তারের চেম্বার পর্যন্ত যেতে পারতেন তিনি। কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে গেলে প্রথমে স্কয়ার হাসপালে চিকিৎসা করানো হয় । এরপর ইবনে সিনা এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে ছিলেন। টানা ৪২ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এবং তিনি মৃত্যু বরণ করেন।
সাংবাদিক নজরুল ইসলাম মাহবুবের মৃত্যুতে গাজীপুরের শ্রীপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকগন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সোমবার বিকাল ৪টায় ভাংনাহাটি মধ্যপাড়ায় নিজ বাড়ির সামনে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছোট ছোট তিন কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।