

আবদুল্লাহ আল মামুন:
আসমান জমিন চন্দ্র সুর্য্য তোমার নেতা বানাই নাই
তাই আসুন আল্লাহর গোলামী করি
তোমার মায়ের পেটে তোমাকে যিনি লালন পালন করে দুনিয়ায় এনেছেন তার ইবাদত বন্দেগী কর।
যিনি কথা বলার শক্তি দিয়েছেন তার পক্ষে বলো বিপক্ষে বলোনা।
যিনি তোমাকে সুস্থ রেখেছেন তার শুকরিয়া আদায় কর ,না শুকরিয়া করে জাহান্নামী হয়োনা।
যিনি তোমাকে পা দিয়েছে তার দিকে অগ্রসর হও।
যিনি তোমাকে চোখ দিয়েছে সেই মহান আল্লাহ তায়ালার পাঠানো কিতাব পড়ো।
যেই আল্লাহ পাক তোমাকে চিন্তা শক্তি দিয়ে তার সৃষ্টি নিয়ে ভাব।
তোমার কোন অস্তিত্ব ছিলনা আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কেমনে তাহার নাফারমানী করো।
আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সুরা ইনভিতরের ৬ নং আয়াতে বলেন হে মানুষ দুনিয়ার কোন বস্তু আমার স্বরণ থেকে তোমাকে দুরে রেখেছে।
সুরা আর রহমানে আল্লাহ পাক বার বার বলে তুমি আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে।
আল্লাহ পাক এত নিয়ামত দেয়ার পর যখন বান্দা নাফারমানি না শুকরিয়া করে তাই আল্লাহ পাক সুরা আদিয়াতের ৬ নং আয়াতে বলেন মানুষ অবশ্যই রবের প্রতি অকৃতজ্ঞ।
লেখক:হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন
সাংবাদিক ও লেখক প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বিজয়রামপুর মধ্যপাড়া মনিরামপুর যশোর।