সুমাইয়া আক্তার শিখাস্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কুষ্টিয়া জেলা কমিটির সভা আজ (২৭ জুলাই) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের জেলা সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম। ট্রাস্টের সদস্য সচিব ও জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডলের সঞ্চালনায় যাচাই বাছাই কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ এম জুবায়েদ রিপন। কমিটির সদস্য সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, সরকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, ১১৬ টি আবেদন যাচাই বাছাই করে জেলা প্রশাসক সাইদুল ইসলাম ৮৮ টি আবেদন সুপারিশ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঢাকায় প্রেরণ করেন।